রিফান্ড পলিসি (Refund Policy)
আপনার অর্ডারটি রিফান্ড পাওয়ার যোগ্য হলে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিকাশ/ রকেট এর মাধ্যমে রিফান্ড করা হবে।
এই ক্ষেত্রে আপনি রিফান্ডের প্রয়োজনীয় তথ্য (বিকাশ/ রকেট একাউন্ট নাম্বার) আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে এস.এম.এস এর মাধ্যমে বা আমাদের সাপোর্ট ইমেইল support@ofuronto.com এ ইমেইল করে পাঠাতে হবে, ফোনে একাউন্ট নাম্বার বলা গ্রহণযোগ্য হবে না।
রিফান্ড এর এমাউন্ট আপনার একাউন্টে পাঠানো হয়ে গেলে, আমাদের কাস্টমার সাপোর্ট থেকে ফোন করে আপনাকে জানিয়ে দেয়া হবে।